দেশে রেকর্ড ৬৮৩০ করোনা রোগী শনাক্ত, আরও ৫০ মৃত্যু

বৃহস্পতিবারের পর আবারও করোনা রোগী শনাক্তে দেশে নতুন রেকর্ড তৈরি হয়েছে।২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫০ রোগী।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৮৩০ জন রোগীর দেহে করোনা শনাক্ত হয়েছে; যা দেশের মধ্যে সর্বোচ্চ। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.২৮ শতাংশ।

মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন হয়েছে।

এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

এক সপ্তাহের মধ্যে পরপর তিন দিন শনাক্তের সংখ্যা টানা ৫ হাজারের উপরে ছিল। এর পরের দুই দিন শনাক্ত ৬ হাজার ছাড়িয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

শীর্ষবাণী/এন