সময়কে দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী কাজে ব্যয় করতে হবে

ড. মোহাম্মদ অলী উল্যাহ : আলহামদুলিল্লাহ্। করুনাময়ের অপার মহিমায় আমরা সিয়ামের আরও একটি দিন অতিক্রম করলাম। আজকের বিষয় “সময়ের গুরুত্ব অনুধাবন”। সময় আমাদের জীবনে একটা অমূল্য সম্পদ। যে সময় একবার পেরিয়ে যায় তা আর ফিরে আসে না। তাই সময়কে দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী কাজে ব্যয় করা বাঞ্ছনীয়। অনর্থক গল্প-গুজব, গান-বাজনা, আড্ডা দেয়া ইত্যাদিতে সময় নষ্ট না করার শিক্ষা দিয়ে যায় রমাদানের সিয়াম।

মনীষীরা সময়কে তরবারির সাথে তুলনা করে বলেছেন, তুমি যদি তাকে না কাট সে তোমাকে কেটে ফেলবে। তার মানে তুমি সময়কে কাজে লাগাও বা না লাগাও তা ঠিকই ফুরিয়ে যাবে। রাসূল স. সময় ও অবসরকে গুরুত্বপূর্ণ নেআমত হিসেবে উল্লেখ করেছেন। আবার সময়ের হিসেব না দিয়ে ক্বিয়ামত দিবসে এক কদমও আগাতে দেয়া হবে না মর্মে হাদীসে উল্লেখ রয়েছে। সময়মত ইফতার, সাহরী, তারাবিহ, ক্বিয়ামুল লায়ল ইত্যাদির মাধ্যমে সিয়ামে যে সুশৃংখল সময় জ্ঞান অর্জিত হয় তা পূরো বছর কাজে লাগাতে হবে। আল্লাহ্ তাআলা রমাদানে আমাদেরকে সময় জ্ঞান বুঝার তাওফিক দান করুন।
রমাদানের শিক্ষা পরিবর্তন নিয়ে আসুক আমাদের প্রাত্যহিক কর্মে, ফিরিয়ে আনুক আমাদের গৌরবোজ্জ্বল অতীতকে এই কামনায়। আমীন।

লেখক : ড. মোহাম্মদ অলী উল্যাহ
অধ্যাপক, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কুষ্টিয়া।