ভোলায় হাঙ্গরের তেল ও শুঁটকি জব্দ

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের মায়া ব্রিজ এলাকায় হাঙ্গরের তেল ও হাঙ্গরের বাচ্চার শুঁটকি জব্দ করেছে উপজেলার বন ও মৎস বিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাতকরণের বিষয়টি স্থানীয় সংবাদকর্মিদের নজরে আসে। এসময় সংবাদকর্মিরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি চরফ্যাশন বন বিভাগকে অভহিত করেন।

পরে রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে বন বিভাগ অভিযান চালানো হয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা তাৎক্ষণিক পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করার সময় ঘটনাস্থলে থাকা হাঙ্গরের ৮ মন আধা কাঁচা শুটকি এবং ৭ ড্রাম হাঙ্গরের তেল জব্দ করা হয়।

উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আলাউদ্দিন হোসেন সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী হাঙ্গর রক্ষিত বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত এবং বিপন্ন প্রাণী । হাঙ্গর ধরা, ক্রয় বিক্রয় করা বন্যপ্রাণী আইনের পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।
শীর্ষবাণী/এনএ