ভবন থেকে পড়ে এমএসআই প্রেসিডেন্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের মাল্টিন্যাশনাল তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রো-স্টার ইন্টারন্যাশনালের (এমএসআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)ও প্রেসিডেন্ট চার্লস চিয়াং আর নেই। তিনি মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২ টার দিকে তাইপের নিজস্ব কার্যালয়ের উঁচু ভবন থেকে পড়ে মারা গেছেন।

চার্লসের বয়স হয়েছিল ৫৬। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না এমএসআইয়ের কর্মীরা। এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চার্লস মৃত্যুর আগে কোনো সুইসাইডাল নোটও রেখে যাননি।

গেমিং পিসি নির্মাতা হিসেবে পরিচিত এমএসআইয়ের সঙ্গে দুই দশকের বেশি সময় ধরে ছিলেন চার্লস। দীর্ঘদিন ডেস্কটপ প্ল্যাটফর্ম ব্যবসা বিভাগ দেখার পর গত বছরের জানুয়ারিতে তার পদোন্নতি হয়।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুরু থ্রিডির তথ্যানুযায়ী, বেলা দুইটার দিকে জোরালো শব্দ শোনার পর এমএসআইয়ের নিরাপত্তাকর্মীরা চার্লসকে নিচে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চীনের টিভিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস কোনো সুইসাইড নোট রেখে যাননি, এমনকি তার ঘরে কোনো কিছু ভাঙচুরের চিহ্ন নেই।
শীর্ষবাণী ডটকম/এনএ