বজ্রপাতে মনপুরার ২ জেলের মর্মান্তিক মৃত্যু

মোঃ অহিদুর রহমান, মনপুরা থেকে: বজ্রপাতের পৃথক দুই ঘটনায় মনপুরার ২ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কুলাগাজীর তালুক এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে মামুন (১৫) ও উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকার আবদুল হাই সারেং এর ছেলে রাফসান (২৫)।

গুরুতর আহত জেলে বেচু মাঝির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর শুনে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস মনপুরা হাসপাতালে এসে নিহত মামুন এর পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন শীর্ষবাণীকে জানান, বেচু মাঝি তার ছোট ভাই মামুনকে নিয়ে দুপুরের পর মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বিকেলে ঝড় শুরু হলে হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনপুরা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বড় ভাই বেচু মাঝির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয়।

অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী শীর্ষবাণীকে জানান, মনপুরার বাসিন্দা রাফসান বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শীর্ষবাণী/প্রতিনিধি/এনএ