নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: ওবায়দুল কাদেরের কঠোর হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সারাদেশেও যারা এভাবে অনিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই।
অক্সিজেন ও করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, কোথাও সমন্বয়ের অভাবে অক্সিজেন সংকট হতে পারে, তবে দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম-শহর কোথাও সতর্কতা নেই ।
আশ্রয়ণ প্রকল্প নিয়ে সমালোচনা হলেও প্রকল্পের এক শতাংশেও অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।