একদিনে টিকা নিলেন ৭১ হাজার মানুষ

আজ সোমবার (২২ মার্চ) করোনার টিকা নিয়েছেন ৭০ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৪০ হাজার ২১১ জন, আর নারী ৩০ হাজার ৭২২ জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৯ লাখ ১১ হাজার ৯০২ জন। এরমধ্যে পুরুষ ৩০ লাখ ৮০ হাজার ৭৩৩ এবং নারী ১৮ লাখ ৩১ হাজার ১৬৯ জন। এরমধ্যে মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো হালকা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯১৭ জনের।

আজ সোমবার (২২ মার্চ) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলছে।

অধিদফতর জানিয়েছে, মোট টিকা নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৫ লাখ ৩৬ হাজার ১৭০ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ২৩ হাজার ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগের ৯ লাখ ৯৯ হাজার ৫৯৫ জন, রাজশাহী বিভাগের পাঁচ লাখ ৪৭ হাজার ২০৯ জন, রংপুর বিভাগের চার লাখ ৮৮ হাজার ৩১ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৩৯ হাজার ৫৮৮ জন, বরিশাল বিভাগের দুই লাখ ২০ হাজার ২৫৭ জন, আর সিলেট বিভাগের দুই লাখ ৫৭ হাজার ৮৫৫ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত সরকারি হিসাবে দেশে করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন। আর মারা গেছেন আট হাজার ৭২০ জন।

শীর্ষবাণী/এন