আবু জাফর সাইফুদ্দীন ডিএসইসি’র সদস্য নির্বাচিত হওয়ায় শীর্ষবাণী সম্পাদকের অভিনন্দন

ঢাকা অফিস : ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে আবু জাফর সাইফুদ্দীন বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। ২৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান আবু জাফর সাইফুদ্দীন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন।

আবু জাফর সাইফুদ্দীন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শীর্ষবাণী ডটকম এর প্রকাশ ও সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন। তিনি গুণী এই সাংবাদিকের সার্বিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, সংগঠনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর মামুন ফরাজী। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমেদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌফিক অপু নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আনজুমান আরা শিল্পী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রাণা, আ. হ. ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন।

এর আগে নির্বাচনে সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন পিছিয়ে দেয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল।
শীর্ষবাণী/এনএ