বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২৭ জুলাই শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো সমস্যা নেই। কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে জনগণের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বা হেফাজতের আন্দোলনে আওয়ামী লীগ ভয় করে না।

এ সময় তিনি ছাত্র রাজনীতিকে আরও আকর্ষণীয় করতে এবং শিক্ষা গবেষণায় মনোযোগ দিতে উপকমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।