দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শীর্ষবাণী’র সম্পাদক

আগামীকাল ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদ অন্য যে কোনো সময়ের চাইতে সম্পূর্ণ আলাদা। পুরো পৃথিবীর মানুষ একটি টেনশন ও আতঙ্কের মধ্যে সময় পার করছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে ঈদের আনন্দ প্রায় ম্লান। প্রতিবছর ঈদ আসে মানুষের মনে আনন্দ থাকে। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রভাবে এক অজানা অতঙ্কের মধ্যে মানুষ ঈদ কাটবে। তবুও ঈদ আনন্দের।

পরিস্থিতি যাই থাক সময় থেমে থাকে না। ত্যাগের মহিমায় আবার এলো পবিত্র ঈদুল আজহা। এই ঈদের মহিমা পশু কোরবানি। আত্মত্যাগের অনন্য ইবাদত সামথ্যবানদের জন্য ওয়াজিব। তাই কোরবানির পশু সঠিক নিয়মে কোরবানি করা উচিত। নিময় জানা থাকলে পশু কোরবানি নিজ হাতে করাই উত্তম।

আমরা এবার সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ আদায় করবো। নামাজ শেষে ঘরে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোই হবে উত্তম সিদ্ধান্ত। যারা পশু কোরবানী দেবেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি শীর্ষবাণী ডটকম (sheershabani.com) এর সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, নিয়োজিত সাংবাদিক ও শুভাকাঙ্খিসহ প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে
মুহাম্মদ নূরুল আমিন
সম্পাদক ও প্রকাশক
শীর্ষবাণী ডটকম