ঢাকা সাব-এডিটর কাউন্সিলের নেতা ফয়সাল আর নেই, শীর্ষবাণী সম্পাদকের শোক

ঢাকা অফিস : ইউনাইটেড নিউজ টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আ.হ.ম ফয়সাল ৩০ এপ্রিল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, কক্সবাজারের উখিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আ.হ.ম ফয়সাল এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, লালমোহন প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ। মহান আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এই প্রার্থনাও করেন তারা।

এদিকে আ.হ.ম ফয়সাল এর মৃত্যুতে শোক প্রকাশ করেন শীর্ষবাণী ডটকম এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আমিন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শীর্ষবাণী/এএ