চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন ছাত্র ফোরামের ইফতার

চরফ্যাশন অফিস: চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসায় প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় মাদ্রাসার সম্মেলন কক্ষে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ খাঁন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জমিয়তুল মোদারেছীনের চরফ্যাশন উপজেলা সভাপতি মাওলানা মঈনুদ্দিন, সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ নুরুজ্জামান।

এই সময় উপস্থিত ছিলেন, যুগান্তর দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন, মানবজমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, যায়যায় দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার প্রমুখ। প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, একসময় মাদ্রাসার শিক্ষার তেমন গুরুত্ব ছিলনা। এখন সরকারের প্রতিটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থরে মাদ্রাসার শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন।

বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে চান্স পেয়ে থাকেন। আমি মাদ্রাসার শিক্ষাকে আরো এগিয়ে নেওয়ার জন্যে ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্যে শিক্ষদেরকে আহ্বান জানাচ্ছি।
শীর্ষবাণী/এনএ