কবি ফররুখের ছেলে আহমদ আখতার আর নেই

ঢাকা অফিস : জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য কবি সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি আহমদ আখতার হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে। আহমদ আখতার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, সিনিয়র সাংবাদিক-কবি আহমদ আখতার বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকালে পূর্ব রামপুরায় নিজের বাসায় শ্বাসকষ্টসহ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে নিকটস্থ বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে কবি-সাংবাদিক আহমদ আখতার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাসায় নেওয়া হয়। বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

কবি আহমদ আখতারের পুত্র সৈয়দ আরিফ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর জুরাইন কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়।

কবি আহমদ আখতারের প্রকাশিত গ্রন্থ-কাব্য ‘অবিরাম গ্রামোফোনে’সহ মোট চারটি, প্রকাশক- বাংলা সাহিত্য পরিষদ।

প্রসঙ্গত, ফররুখ আহমদের ছেলে-মেয়ে ১১ জন। তারা হলেন- সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহেল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।
শীর্ষবাণী/এনএন