‘১৬ জুন শিক্ষক নির্যাতন ও শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে ইতিহাসের কালো অধ্যায় সূচিত হয়েছিল’

ঢাকা অফিস : ১৬ জুন শিক্ষক নির্যাতন এবং জননেত্রী শেখ হাসিনার কারাবন্ধি দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ১৬ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। স্বাশিপের সভাপতি অধ্যাপক প্রফেসর আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শিক্ষক আন্দোলনের উপর ভিত্তি করে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম একরামুল হক, সাইদুর রহমান পান্না, হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ নুর বখত, কাজী গিয়াস উদ্দিন, শাহজাহান ভূইয়া, মঈনুল হোসেন, অধ্যক্ষ আবু বকর, অধ্যক্ষ মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, হারুন অর রশিদ,জয়সিম বড়ুয়া, নজরুল ইসলাম, সারোয়ার হোসেন, নজরুল ইসলাম ভুইয়া, আকলিমা জাহান, পার্থসারথি চৌধুরী, অধ্যক্ষ সাহাদাত হোসেন, অধ্যক্ষ জুলফিকার আলি, শান্ত ইসলাম, জয়নাল আবেদিন জেহাদি, সঙ্গীতা বিশ্বাস, জাকি হোসেন, অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, অধ্যক্ষ জহির উদ্দিন ও অধ্যক্ষ রেজওয়ান প্রমুখ।
শীর্ষবাণী/এনএ

সভায় বক্তারা ২০০৫ সালের ১৬ জুলাই বিএনপি-জামাত জোট সরকারের নগ্ন পুলিশী হামলায় শিক্ষকদের রক্তাক্ত আহত করার যে কালো অধ্যায় সুচিত হয়েছিল তা কোনদিন ভুলার নয়। বক্তারা বলেন এখনো শিক্ষকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছেন এটা কোন ভাবেই কাম্য হতে পারে না। বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে শিক্ষার বৈষম্য দুর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। শিক্ষকদের মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় ২০০৭ সালে সেনা সমর্থিত ইয়াজউদ্দিন সরকার সম্পুর্ন অন্যায়ভাবে জাতিরজনকের কন্যা শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে সমগ্র জাতির অধিকারকেই কারাগারে বন্ধি করেছিল। বাংলার জনগন শত দমনপীড়নের পরও সেদিন রাজপথে নেম এসে জনতার নেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য করেছিল।
শীর্ষনিউজ/এসএসআই