সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বাধা ও হুমকি দিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য

মাইন উদ্দিন জমাদার: ভোলার চরফ্যাশনের নুরাবাদে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে বাধা ও প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি প্রদান করেছেন অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ মোশারেফ হোসেন নসুসহ ৩/৪জন যুবক।

রবিবার ১৯ জুলাই বেলা ২টার দিকে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাংবাদিকদের সাথে এ ঘটনাটি ঘটে।

হুমকির শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক কীর্তন খোলার দুলার হাট প্রতিনিধি মোঃ সামসুদ্দিন হাওলাদার, আমার সংবাদ চরফ্যাশন প্রতিনিধি মোঃ নোমান চৌধুরী ,দৈনিক আলোকিত সকাল চরফ্যাশন প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান সুজন ও দৈনিক গণকন্ঠ চরফ্যাশন প্রতিনিধি মোঃ আরিফ হোসেন ।

স্থানীয় সূত্র শীর্ষবাণীকে জানায়, নুরাবাদ ৬নং ওয়ার্ডের নুরাবাদ ১৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে কবিরের বাড়িতে তার নিজ ঘরে কিছুদিন অনৈতিকভাবে একজন যুবক বসবাস করতেছে। এ বিষয়টি নিয়ে এলাকায় জনমনে সমালোচনার সৃষ্টি হলে সাংবাদিকরা জানতে পেরে ওই বাড়ীতে সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে সাংবাদিকরা ছেলেটির পরিচয় জানতে চাইলে ইউছুফ বলেন, এটা আমার শশুরের ঘর এবং সুমাইয়া আমার স্ত্রী। প্রায় চার মাস হয়েছে বিয়ে করেছি।

এ সময় সুমাইয়ার পিতা মোঃ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি এবার এস এস সি পরীক্ষা দিয়েছে। মেয়েটির বয়স ১৮ বছরের কম হওয়ায় কাবিন করতে পারিনি।

সংবাদ সংগ্রহের কাজ শেষ না হতেই পার্শ্ববর্তী সদ্য অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ মোশারেফ হোসেন নসু প্রথমে এসেই সাংবাদিকদের বলে এ বাড়িতে প্রবেশ করার অনুমতি আপনাদেরকে কে দিয়েছে? সাংবাদিকরা সাংবাদিক পরিচয় দেওয়ার পর সে সাংবাদিকদের আইডি কার্ড দেখতে চায়। সাংবাদিকরা আইডি কার্ড দেখানোর পরেও মোশারেফ হোসেন নসু সহ ৩/৪জন যুবক সাংবাদিকদের দিকে তেড়ে এসে গালি-গালাজ করে এবং প্রকাশ্যে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়।

তাৎক্ষণিকভাবে এ বিষয়টি সাংবাদিকরা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনকে মুঠোফোনে অবগত করেন।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, সাংবাদিকরা আমাকে বিষয়টি মুঠোফোনে অবগত করেছে। তবে লিখিত আকারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষবাণী ডটকম/এনএ