যন্ত্র চা‌লি‌য়ে কৃষকের ধান কেটে দিলেন এমপি শাওন

লালমোহন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ৩শ’ কৃষকের মাঝে সবজির বীজ, সার, কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। ১৫ মে শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ ও কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই বার বার প্রমাণ করেছেন তার সরকার কৃষি বান্ধব সরকার। তিনি সব সময় কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনা ভাইরাসের মধ্যেও শেখ হাসিনার সরকার কৃষকের জন্য কৃষি প্রনোদনা ঘোষণা করে তা পৌঁছানোর ব্যবস্থা করে যাচ্ছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন প্রমুখ।

এর আগে তজুমদ্দিনের একটি কৃষি ব্লকে মৌসুমি ধান কাটার উদ্বোধন করেন এমপি শাওন। এসময় তিনি যন্ত্র চালিয়ে নিজেই কৃষকের ধান কেটে দিয়েছেন বলে জানা গেছে।
শীর্ষবাণী/এনএ