মনপুরায় হাসপাতালের কর্মী, পুলিশসহ ৩ জনের করোনা পজেটিভ

মোঃ অহিদুর রহমান, মনপুরা থেকে : ভোলার মনপুরা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়, পুলিশ সদস্যসহ তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা শনাক্ত হওয়া এই তিন জনের নমুনা সংগ্রহ করে গত ১৮ মে ঢাকায় ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ তাদের রিপোর্ট পজেটিভ আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্রান্ত একজন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় (৪৭) ও আরেকজন পুলিশ কর্মকর্তা (২৬) আক্রান্ত, অন্যজন মহিলা (২৬)। তিনি একজন করোনা আক্রান্ত রোগীর স্ত্রী।

তাদের দু’জনকে মনপুরা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ও অন্য মহিলা করোনা আক্রান্ত রোগীকে মনপুরা সরকারি ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

এদিকে এ নিয়ে মনপুরা উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭ জন এবং এর মধ্যে ১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
শীর্ষবাণী/প্রতিনিধি/এনএ