ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়, মানছেনা সরকারি নির্দেশনা

ফরহাদ হোসাইনঃ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সরকারের বেধে দেয়া ৬০% অতিরিক্ত ভাড়া ঠিকই আদায় করা হলেও মানা হচ্ছে না সামাজিক দুরত্বসহ সরকারের কোন নির্দেশনা। প্রতি দুই সিটে একজন যাত্রী নেওয়ার কথা থাকলে প্রতি সিটে যাত্রী নিয়েও তার বাহিরে দাড় করিয়েও বাসগুলোতে যাত্রী নেওয়া হচ্ছে । এ-ই দৃশ্যটি শনিবার সকাল ১০ টায় ভোলাগামী মেঘনা ট্রেন্সপোট থেকে তোলা। এমন দৃশ্য প্রতিদিনের বলে অভিযোগ করেন যাত্রীরা। তারা আরো অভিযোগ করেন অতিরিক্ত ৬০% ভাড়া নিচ্ছেন বাস কর্তৃপক্ষ।

 

কিন্তু মানছেনা সরকারের দেয়া কোন নির্দেশনা। ভোলা জেলা বাস মালিক সমিতির কাছে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। যাত্রীদের দাবি হয় সরকারের নির্দেশনা যথাযত মেনে পরিবহন চালু রাখুন। না হয় সামাজিক দুরত্বর নামে সাধারণ জনগণের থেকে অতিরিক্ত ৬০% ভাড়া আদায় এর নামে গলাকাটা তামশা বন্ধ করুন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন সাধারণ যাত্রীরা।
শীর্ষবাণী/এন