ভোলার কৃতি সন্তান মোহাম্মদ মোর্শেদ আলম ডিএমপির ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন

চরফ্যাশন অফিস : ভোলার কৃতি সন্তান মোহাম্মদ মোর্শেদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি)র উপ পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ পেয়ছেন। তিনি ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও এম আই এস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৫তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে পুলিশে যোগদান করেন।

জানা গেছে, মোহাম্মদ মোর্শেদ আলম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে হতে অর্থনীতি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
তার গর্বিত পিতা-মাতা হলেন- মাওলানা আবুল হাসান মোঃ আবুল খায়ের, শিক্ষক (অবঃ) ও রাশিদা বেগম। তিনি ভোলা জেলার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা।

মোহাম্মদ মোর্শেদ আলম ব্যক্তিগত জীবনে আরিশা আলম নামের এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী প্রকৌশলী আনিকা ফারিহা রশিদ এনসিওর ডেভলপারস লিমিটেড এর পরিচালক ও হেরা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য।

তিনি অফিসার্স ক্লাবের সদস্য, হেরা ফাউন্ডেশনের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে পৃষ্ঠপোষকতা করে ভোলা জেলার মানবকল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে চলেছেন।
শীর্ষবাণী ডটকম/এনএ