বাংলাদেশ ব্যাংক চত্বরে অগ্নিকাণ্ড

ঢাকা অফিস : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক চত্বরে ভোগ্যপণ্য ভবনের পাশে আগুন লেছেছে। বুধবার দুপুরে লাগা এ আগুনে তেমন ক্ষতি হয়নি। তবে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় তখনই কয়েকটি ইউনিট পাঠানোর পাশাপাশি আরও কিছু ইউনিট প্রস্তুত রাখা হয়। তবে আগুন তেমন ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। আগুনে কিছু কাগজপত্র পুড়েছে। কী কারণে আগুন লাগে ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে ক্যান্টিনের পাশে ফাঁকা জায়গায় পরিত্যক্ত কিছু কাগজপত্র ও কার্টনে হঠাৎ আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে উচ্ছিষ্টাংশ কাগজের স্তুপে ছুঁড়ে ফেলায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পানি ছিটিয়ে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নেভান।

এদিকে ঘটনার সময় ব্যাংক ভবনের নিচতলায় সঞ্চয়পত্রের ক্রেতাসহ বেশ কিছু মানুষ ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তারা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ফেলে দেয়া কিছু কাগজ ও কার্টনে আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যে তা নিভে গেছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।