বাংলাদেশের সংস্কৃতির প্রশংসায় ভারতীয় হাইকমিশনার

ঢাকা অফিস : বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী, আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র। আমরা জানি যে, বাংলাদেশ তার সংস্কৃতিতে দীপ্তিমান একটি অনন্য দেশ।

শুক্রবার সনাতন সমাজকল্যাণ সংঘের আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২০ দেখতে কৃষিবিদ ইন্সটিটিউশনে গিয়ে তিনি একথা বলেন।

সবাইকে মহাঅষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশে প্রায় ৩০ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এটি বুঝায় যে, বাংলাদেশের মানুষ তাদের ঐতিহ্যবোধ, সংস্কৃতি, সম্প্রীতির প্রতি কতটা যত্নবান।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতে যেমন বন্ধুত্বপূর্ণ ছিল এখনও তেমনটি বিদ্যমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তৎকালীন ভারত সরকারের সুসম্পর্ক ছিল। আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বর্তমান ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক রয়েছে। আমি আশা করি- বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সম্পক বহমান থাকবে।

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি এবং বাংলাদশে কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।