বরিশাল বিভাগে জ্বালানী তেলের ডিপো সপ্তাহে ৪ দিন বন্ধ: চরফ্যাশনে ব্যবসায়ী ও জেলেরা হতাশ

জামাল মোল্লা: বরিশাল বিভাগে জ্বালানী তেলের ডিপো সপ্তাহে ৪ দিন বন্ধ রাখায় চরফ্যাশনের জ্বালানী তেল ব্যবসায়ী ও নদীতে চলাচলকারী নৌকা, ইঞ্জিন চালিত ফিসিং বোটের জেলেরা নৌকায় মাছ শিকারে ব্যর্থ হচ্ছে। ফলে তারাআর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।

চরফ্যাশনের তেল ব্যবসায়ী ফরিদ উদ্দিন শীর্ষবাণীকে জানান, আগে বরিশালের পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানী তেলের ডিপোগুলো সপ্তাহে ৫ দিন খোলা ছিল। বর্তমানে তেলের ডিপোগুলো সপ্তাহে ৩ দিন খোলা রাখায় সাধারণ ক্রেতাদের তেলের চাহিদানুযায়ী জ্বালানী তেল ক্রয়-বিক্রয় করতে পারছে না। চরফ্যাশনের জ্বালানী তেলের ব্যবসায়ীদের দাবি সপ্তাহে অন্তত ৫ দিন বরিশালের তেলের ডিপো খোলা রাখতে হবে।

ঢালচর মাছঘাটের কয়েকজন জেলে ট্রলারের মালিক শীর্ষবাণীকে জানিয়েছেন, তৈল না কিনতে পারায় নদীতে মাছ শিকারে যেতে পারছি না। তাই ডিপো কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ী ও জেলেদের দাবী সপ্তাহে ৫ দিন জ্বালানী তেলের ডিপো খোলা রাখলে ব্যবসায়ীরা তৈল সরবরাহ করতে পারবে। এতে জ্বালানী তেলের সংকট থাকবে না।
শীর্ষবাণী/প্রতিনিধি/এনএ