তিনটি নয়, ভারতের একটি ভ্যারিয়েন্ট উদ্বেগের: ডব্লিউএইচও

ভারতে করোনার নতুন যে তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার মধ্যে একটিকে (বি.১.৬১৭) উদ্বেগের বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে সবগুলো ভ্যারিয়েন্টকেই উদ্বেগের বলেছিল সংস্থাটি। মঙ্গলবার কমিয়ে একটিকে বলা হয়েছে।

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য করোনার এই ট্রিপল মিউট্যান্ট প্রজাতি বি.১.৬১৭-কে দায়ী করা হয়েছিল। ভাইরাসের এই বিশেষ প্রজাতির নামকরণ নিয়ে কিছুদিন আগে আপত্তি তুলেছিল ভারত। ভাইরাসটিকে ‘করোনার ভারতীয় প্রজাতি’ বলে উল্লেখ করাই ছিল অসন্তোষের কারণ।

সম্প্রতি বি.১.৬১৭ প্রজাতিটিকে কেভিড-১৯ এর ডেল্টা প্রজাতি বলে নামকরণ করেছে ডব্লিউএইচও।

করোনা সংক্রান্ত সাপ্তাহিক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ডব্লিউএইচও-র বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুটি ততটা বিপজ্জনক নয়। বি.১.৬১৭.২ নিয়ে শঙ্কা রয়েছে। ’

‘এটা নিশ্চিত যে এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে।

ভারতে কভিড সংক্রমণ আগের দিনের তুলনায় ৫ হাজারের মতো বেড়েছে। তবে তা দেড় লাখের নিচেই রয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ পেরিয়ে গেল।

মঙ্গলবার ভারতে দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছিল। বুধবার সে অবস্থার অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছে ৩ হাজার ২০৭ জন। মোট প্রাণহানি হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২।