ক্যান্সারে আক্রান্ত শওকত বাঁচতে চায়

বগুড়া প্রতিনিধি : লিভার কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মো. শওকত আলী। তিনি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরের নওশের আলীর পুত্র।

ডাক্তারের পরামর্শে নিয়মিত কেমো থেরাপি-রেডিও থেরাপি দিলে তাকে বাঁচানো সম্ভব। বগুড়ার চিকিৎসা শেষ করে, বর্তমানে রাজধানীর আনোয়ারা খান মেডিকেল কলেজ মডার্ন হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এহতেশামুল হক এর কাছে চিকিৎসাধীন রয়েছেন। ডা. এহতেশামুল হক জানান, নিয়মিত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই এদেশের বিত্তবানদের কাছে বাবাকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন শওকত এর ছেলে মো. রাশিদুল ইসলাম।

রাশিদুল বলেন, আর্থিক সংকটের কারণে আমরা এখনও ওনার কেমোথেরাপির শুরু করতে পারি নাই। তাই দেশবাসীর বিত্তবানদের কাছে বাবার চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি, আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচাতে পারে আমার বাবার জীবন।যারা এই সাহায্যে এগিয়ে আসতে চান তাদের জন্য নিচে ব্যংক একাউন্ট ও বিকাশ নম্বর দেয়া রইলো। Account No:121.151.0190072 (Dutch Bangla Bank) Bkash:01758071307।
শীর্ষবাণী/এনএ