কবিতা: সেবা-১

কাজী মকবুল হোসেন

হাসপাতালে রোগী গেলে ফন্দি আটে লক্ষ টাকার
এই চিত্রটা নয়তো কেবল শুধুমাত্র ঢাকার।

চাকচিক্যে ভরপুর আছে বিশাল অট্টালিকা
বিজ্ঞাপণে সেবার সেরা থাকে নানা তালিকা।

মানবসেবা পুঁজি করে টাকা আয়ের ফন্দি
টাকার জন্য লাশ কিংবা স্বজনকে রাখে বন্দি।

এ সমাজে এদের কি আর মানুষ বলা যায়?
চলছে দেশে আজব কাণ্ড,নেই কি কারো দায়!

বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ কই
অমানুষরাই সবখানে আজ হচ্ছে কেবল জয়ী।

লেখক: কাজী মকবুল হোসেন, মহানগর প্রতিনিধি, বাংলাদেশ বেতার, বরিশাল।