ইতিহাস গড়ে নারী বক্সিংয়ে সোনা জিতল তুরস্ক

টোকিও অলিম্পিকে চীনকে পরাজিত করে নারী বক্সিংয়ে প্রথমবারের মতো সোনা জিতেছে তুরস্ক। তুরস্কের এই ইতিহাস নির্মাতা নারীর নাম ‘বুসেনাজ সারমেনেলি’ (২৩)। চীনের ‘গু হং’কে পরাজিত করার মধ্য দিয়ে তিনি কীর্তি গড়েন। চীনের গু হং রৌপ্য জেতেন।

তুরস্কের ডেইলি সাবাহার খবরে বলা হয়, শনিবার জাপানের রাজধানী টোকিওর কোকুজিকান এলাকায় বক্সিংয়ে বুসেনাজ সারমেনেলি চমক দেখান। চীনের গু হংকে কুপোকাত করে প্রথমবারের মতো তুরস্কের জন্য সোনার পদক জেতেন। ২০১৯ সালে রাশিয়ার উলান-উডেতে অনুষ্ঠিত এআইবিএ ওয়ার্ল্ড বক্সিংয়ে তিনি চাম্পিয়ন হয়েছিলেন।

বিজয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়ার পূর্বে আবেগ-আপ্লুত সারমেনেলি মেঝেতে শুয়ে ফ্লোর চাপড়ান।

অলিম্পিকের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, তুরস্কের জন্য সোনা! ওয়েল্টারওয়েট চাম্পিয়ন বুসেনাজ সারমেনেলি বক্সিংয়ে তুরস্কের প্রথম স্বর্ণ বিজেতা!

এর আগে এই টোকিওর এই অলিম্পিকেই নারী ফ্লাইওয়েট বক্সিংয়ে তুরস্কের বক্সার ‘বুসে নাজ কাকরোগলু’ বুলগেরিয়ার সোতোইকা ক্রাস্তেভাকে পরাজিত করে রোপা জেতেন।