ঢাকা অফিস : এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের (২০২০) উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অনুদান বণ্টনকারী আটটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৪ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।
এদিকে, বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের ২০২০ খ্রিষ্টাব্দের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। সে প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এখন অধিদপ্তর থেকে বোনাসের চেক ব্যাংকগুলোতে যাবে। সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ঈদ বোনাস পাবেন।
শীর্ষবাণী ডটকম/এনএ