ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক হাজার ৮০০ রুশ নাগরিক ও দেশটির সংস্থার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। ইইউ কাউন্সিল বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ন বা হুমকির মধ্যে ফেলার অভিযোগে এক হাজার ৮০০ রুশ ব্যক্তি ও সংস্থার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান বিধিনিষেধমূলক ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভ্রমণ বিধিনিষেধ, সম্পদ জব্দকরণ এবং তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থার তহবিল বা অন্যান্য অর্থনৈতিক সংস্থানের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে তা অযৌক্তিক এবং কোনো উস্কানি ছাড়াই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বর্ধিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
২৭ দেশের ব্লকটি বিবৃতিতে আরও বলেছে, ‘ইইউ যতদিন লাগবে ততদিন ইউক্রেন এবং এর জনগণকে শক্তিশালী আর্থিক, অর্থনৈতিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।’