
নূরুল আমিন: রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জুলাই বিপ্লবে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোঃ শামছুল আলম।
১০মে শনিবার কবর জেয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।
পরে শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নেন ও শহিদের বাবার হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ডঃ মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ডঃ মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার আইউব হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
এদিকে, ১১মে ২০২৫ তারিখ রংপুর বিভাগের সকল মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে মাদরাসা শিক্ষার আধুনিকায়নে করনীয় নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের।