প্রফেসর আকরাম হোসাইনের মৃত্যু ইসলামি বিশ্ববিদ্যালয়ের একটি নক্ষত্রের পতন

অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু: করোনা যুদ্ধে পরাজিত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন, আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোঃ আকরাম হোসাইন মজুমদার। আজ ভোরে ঘুম থেকে উঠার পরপরই আমার পরম প্রিয় ছোট ভাই তুল্য আকরামের মৃত্যু সংবাটি শুনে নিজেকে স্হীর রাখতে পারিনি। ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর স্ত্রী সহ স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আকরামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে আইসিইউ ও পরে গত ২৫ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আকরামকে লাইফ সাপোর্টে নেওয়ার সংবাদটি পাবার পর থেকেই আমার মনে একটা শংকা কাজ করছিল। কারণ কিছুদিন আগে ইবি করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যাচের হিসাব বিজ্ঞান বিভাগের আমার ক্লাশমেট শিক্ষা উদ্যোক্তা প্রফেসর গাজী আবদুস সালাম, ইবি প্রফেসর আহসান,আমার অফিস কল্যাণ ট্রাস্টের পরিচালক কাজী রফিকুজ্জামানের মৃত্যুর ঘটনা গুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল। অবশেষে গতকাল সোমবার রাত ১২.৫০ মিনিটে আমাদের সকলকে শোক সাগরে ভাসিয়ে প্রফেসর আকরাম চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন।

ছাত্রজীবন থেকেই আকরাম আমার অত্যন্ত প্রিয়ভাজন ছিল। ডক্টর আকরাম ইসলামি বিশ্ববিদ্যালয়ে আমার ৩/৪ ব্যাচ জুনিয়র ছিল। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সর্বক্ষণ পড়া লেখা নিয়েই ব্যস্ত থাকতেন। আমাকে তিনি নিজের বড় ভাইয়ের মত সম্মান করতেন। আকরাম এতটাই বিনয়ী ছিলেন যে, ছাত্রজীবনে আমার সামনে এলে সবসময় মাথা নীচু করে কথা বলতেন। ছাত্রজীবন শেষ করে ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদান করার পরও তিনি অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছেন। বিভাগীয় চেয়ারম্যান,আইন ফ্যাকাল্টির ডীন,জিয়া হলের প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তিনি আসীন ছিলেন।
তার সহধর্মিণী ড.মাকসুদা আক্তার (মুনিয়া) একই বিভাগে সহকারি অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে।

প্রফেসর ডক্টর আকরামের মৃত্যুতে আমরা ইসলামি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। প্রফেসর আকরামের মৃত্যুতে ইসলামি বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি হলো তা সহজে পুরণ হবার নয়। ‘ইসলামি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’ ও ‘ইসলামি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট’ এর পক্ষ থেকে আমরা প্রফেসর আকরাম হোসাইন মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

লেখক : সচিব, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়