
২৫ মে সোমবার পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদ অন্য যে কোনো সময়ের চাইতে সম্পূর্ণ আলাদা। পুরো পৃথিবীর মানুষ অতীতে এমন ঈদ দেখেনি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে ঈদের আনন্দ প্রায় ম্লান। প্রতিবছর ঈদ আসে মানুষের মনে আনন্দ থাকে। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রভাবে এক অজানা অতঙ্কের মধ্যে মানুষ ঈদ কাটবে। তবুও ঈদ আনন্দের। কারণ, মুসলিমগণ একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে। এবারের ঈদে আমরা পরিবারের লোকদের বেশি সময় দেবো। সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ আদায় করবো। নামাজ শেষে ঘরে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোই হবে উত্তম সিদ্ধান্ত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি শীর্ষবাণী ডটকম (sheershabani.com) এর সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, নিয়োজিত সাংবাদিক ও শুভাকাঙ্খিসহ প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে
মুহাম্মদ নূরুল আমিন
সম্পাদক ও প্রকাশক
শীর্ষবাণী ডটকম
sheershabani.com